অকিল জায়গিরদার কিংস কলেজ লন্ডন এর মেডিকেল তয় বর্ষের ছাত্র যিনি "মা"
(Maternal Aid Assosiation UK) চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
গেল মাসে "মা" বাংলাদেশে , লন্ডন কিংস কলেজের ১ম চ্যারিটি কার্যক্রম পরিচালনা করে সিলেটের গ্রামীন এলাকাতে আর এটা পরিচালনা করেন ফয়সাল আলম লন্ডন কিংস কলেজের মেডিকেল চতুর্থ বর্ষের পোষ্ট গ্রাজুয়েশন ছাত্র।
তাহারা এই কার্যক্রম পরিচালনা করেন প্রফেসার জেনিসি রাইমার এর তত্বাবধানে যিনি একাধারে
রয়েল কলেজের obstetrics ও gynaecology এর ভাইস প্রসিডেন্ট ও লন্ডন কিংস কলেজের
প্রফেসার, guy's ও st Thomas hospital এর Consultant gynaecologist অপরজন Dr.Daghni Rajasingham যিনি guy's ও st thomas hospital এর consultant obstetrician , NHS Foundation Trust .
"মা" চ্যারিটির তহবিল সংগ্রহের জন্য গত একাডেমিক বৎসর এ নিজেদের নিয়যিত করেন ।
মাতৃ স্বাস্হ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য
"মা " এর উদ্যাক্তাগন সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশন এ প্রচার চালান।
২০১৬ তে এই চ্যারিটি "কমিউনিটি ধর্মী "সংস্হা
King's College Of London লন্ডন এর ছাত্রদের ভোটের মাধ্যমে community impact project of the year 2016 নির্বাচিত হয়।
এই চ্যারিটির ভবিষৎ উদ্দেশ্য বিশ্বের উন্নয়নশীল
জাতিসমূহের মধ্যে তাদের কার্যাবলি সমুহ ছড়িয়ে দেয়া এবং বাংলাদেশের গ্রামীণ জনপদে ১ম "মা"
মাতৃ স্বাস্হ্য ক্লিনিক স্হাপন ।