Sunday, October 16, 2016

Second trimester (week 13-week 28) গর্ভকালীন সময়ের ২য় পক্ষের তিন মাসের লক্ষন ও উপসর্গ সমুহ

 
Con
Most women find the second trimester of pregnancy easier than the first. But it is just as important to stay informed about your pregnancy during these months.
You might notice that symptoms like nausea and fatigue are going away. But other new, more noticeable changes to your body are now happening. Your abdomen will expand as the baby continues to grow. And before this trimester is over, you will feel your baby beginning to move!
As your body changes to make room for your growing baby, you may have:
  • Body aches, such as back, abdomen, groin, or thigh pain
  • Stretch marks on your abdomen, breasts, thighs, or buttocks
  • Darkening of the skin around your nipples
  • A line on the skin running from belly button to pubic hairline
  • Patches of darker skin, usually over the cheeks, forehead, nose, or upper lip. Patches often match on both sides of the face. This is sometimes called the mask of pregnancy.
অধিকাংশই গর্ভবতী মহিলা ১ম তিন মাস অপেক্ষা ২য় তিন মাসেই আরাম বোধ করে এবং তারা এ সময় শুধু বোধ করে যে তারা গর্ভবতী ।
এ সময়ে বমি-বমি ভাব ও দুর্বলতার লক্ষন সমুহ থাকে না, কিন্তু কিছু লক্ষনীয় পরিবর্তন হতে থাকে যেমন,আপনার বাচ্চা বড় হতে থাকবে সে সাথে আপনার তলপেটের পরিধিও বাড়তে থাকবে এবং এই তিন মাস শেষ হওয়ার পুর্বেই আপনি অনুধাবন করবেন  যেন আপনার বাচ্চা নড়াচড়া করার চেষ্টা করছে।
আপনার ক্রমবর্ধমান শিশুর গর্ভের অবস্থানের পরিবর্তন হতে থাকে এবং নিম্নের বিষয় সমুহ লক্ষনীয়-
১-ব্যাথার সৃষ্ট হওয়া যেমন, পিঠ,তলপেট,কুচকি ও ঊরুতে।
 ২-শরীরের বিভিন্ন অংশ প্রসারিত হতে থাকে এবং দাগ বা ফাটা এর মত চিহ্ন দেখা দেয় তলপেট,বুকে,ঊরুতে ও পশ্চাৎদেশে।
৩-স্তন এর বোঁটার পাশে কাল দাগের সৃস্টি হয়।

৪-একটি রেখার সৃষ্টি হতে থাকে নাভির অংশ থেকে নিম্নাংশের লোম পর্যন্ত ।
Patches of darker skin, usually over the cheeks, forehead, nose, or upper lip. Patches often match on both sides of the face. This is sometimes called the mask of pregnancy.
৫-শরীরের কোথাও,কোথাও ত্বক কাল হতে শুরু করে যেমন,গাল,কপাল,ঠোঁটের উপরের অংশ,নাক এবং কখনওবা মুখের দুই ভাগেও প্রভাব দেখা যায় এবং এটাকে বলা হয় গর্ভকালীন মুখোশ
চলবে-

No comments: