প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে আপনার চিকিৎসকের পরামর্শ পত্র অনুযায়ি শিশুখাদ্যের নাম সঠিক আছে কিনা সেটা মিল করে নিন এবং সে সঙ্গে উৎপাদনের ও মেয়াদের তারিখটি দেখে নিন। খাদ্যদ্রব্য যে পাত্রেই থাকুক না কেন খোলার পরে পাত্রের মুখটা ভালভাবে বদ্ধ করুন কোন ভাবেই খাদ্য পন্যে বাতাস ঢুকতে দিবেন না। শুস্ক ও ঠান্ডা স্হানে রাখুন। খাদ্য প্রস্তুত প্রনালী সময় সংযুক্ত লেবেলের নিয়মাবলী অনুসরন করুন এবং খাবার প্রদানের সময় চিকিৎসকের নির্দেশন মেনে চলুন। খাবারের অবশিষ্ট অংশ কখনও আপনার বাচ্চাকে খাওয়ানো থেকে বিরত থাকুন।
Health Canada এর নির্দেশনা অনুযায়ি বুকের দুধের (২ বৎসর বা ততধিক) পাশাপাশি ৬ মাস পর থেকে বাচ্চাদের আইরন সমৃদ্ধ ( fish,beef,Lentils,Chicken) খাবার গ্রহন করতে হবে।
Health Canada এর নির্দেশনা অনুযায়ি বুকের দুধের (২ বৎসর বা ততধিক) পাশাপাশি ৬ মাস পর থেকে বাচ্চাদের আইরন সমৃদ্ধ ( fish,beef,Lentils,Chicken) খাবার গ্রহন করতে হবে।
No comments:
Post a Comment