Sunday, September 18, 2016

How many eggs should eat a pregnant women ? একজন পুর্ন বয়সী ব্যক্তি ও একজন গর্ভবতী মা দিনে কয়টি ডিম খেতে পারবেন?

একজন পুর্ন বয়সী ব্যক্তি ও একজন গর্ভবতী মা দিনে কয়টি ডিম খেতে পারবেন?

incredible egg org ভাষ্যমতে একজন পুর্নবয়স্ক মানুষ দিনে প্রায় ৩০০ মিলিগ্রামাস্ কলেস্টেরল ধ্বংস করতে সক্ষম আর একটি ডিমের কুসুম ১৮৫ মিলিগ্রামাস্ কলেস্টেরল বহন করে । যদি একজন গর্ভবতী মা দিনে ২ টি ডিম গ্রহন করেন (কুসুম সহ)সে ক্ষেত্রে কলেস্টেরল বৃদ্ধির সম্ভাবনা বহুল অংশে বেড়ে যায়
এবং Read More -যেটা কোন ভাবেই অন্য কলেস্টেরল এর সঙ্গে মিথসক্রিয়া করে না যা ঐদিন অন্য খাবারের মাধ্যমে পুর্বেই গ্রহন করেছেন।

সুস্হ মানুষের জন্য সপ্তাহের অধিকাংশ দিনে ১টি বা ২টি ডিম খাওয়া ক্ষতিকর নয় তবে যাদের বেশি ওজন এবং যে সমস্ত ব্যক্তি উচ্চ কলেস্টেরল এ ভুগছেন তাদের জন্য প্রতিদিন ডিম গ্রহন স্বাস্হ্যের জন্য উচ্চ মাত্রার ঝুঁকি পুর্ন ।
Natuonal Institute Of Health US এর পরামর্শ অনুযায়ি 
সপ্তাহে ৩ থেকে ৪ এর বেশী ডিমের কুসুম গ্রহন করা উচিত নয় , সবচেয়ে উত্তম ডিমের সাদা অংশ গ্রহন করা.
সার্বিক বিষয় আলোচনা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ি দিনে বা সপ্তাহে কয়টা ডিম 
খাবেন জেনে নিন।

No comments: