Saturday, September 10, 2016

Is organic fruit and vegetable reduce OP metabolites,obesity,somecancers and cardiovascular disease?

অরগানিক ফলমুল ও শাকসবজি কি ওপি মেটাবলিটিস,অবিসিটি,কার্ডিওভাসকুলার ব্যাধি এবং কিছু সংখ্যক ক্যানসার নিবারনে ভূমিকা রাখে?

Image Source
প্রশ্নের বহর অনুযায়ি উত্তরের বহর যৎসামান্য, কারন অবশ্যই ওরগ্যানিক  ফলমুল ও শাকসবজি
উপরে উল্লেখিত সমস্ত রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা থাকে। গবেষনা দ্বারা প্রমানিত যে সমস্ত শিশু প্রথাগত খাদ্য অর্থাৎ সচারচর প্রাপ্ত কীটনাশক যুক্ত খাবার গ্রহনের ফলে তাদের মুত্রে ওপি প্রেসটিসাইড মেটাবলিটিস বৃদ্ধি পেয়েছে অধিকহারে অনুরুপ ভাবে যে সমস্ত শিশু অরগানিক খাদ্য গ্রহন করেছে তাদের মুত্রে ওপি প্রেসটিসাইড মেটাবলিটিস অতিদ্রুত কমে গ্যাছে যেটার পরিমান পরিমাপের বাহির, এ সমস্ত শিশুই পুনর্বার প্রথাগত খাদ্য গ্রহনের খলে মুত্রে ওপি প্রেসটিসাইড মেটাবলিটিস পুর্বের স্তরে পৌঁছে যায়। খাদ্য তালিকায় ওরগ্যানিক ফলমুল ও শাকসবজি থাকা একটি প্রতিষ্ঠিত সত্য। খাদ্য তালিকায় অধিকহারে ফলমুল ও শাকসবজি রাখলে সেটা সম্পুরক ভূমিকা রাখে অবিসিটি,কার্ডিওভাসকুলার ব্যাধি ও সুনির্দিষ্ট কিছু ক্যানসার কমাতে সাহায্য করে। ইউএসডিএ নির্দেশনা অনুযায়ি একজন ব্যক্তির এক প্লেট খাবারের অর্ধেক খাবার হতে হবে ফ্রেশ ফলমুল ও শাকসবজি, অতএব সুপ্রিয় পাঠক সুস্হ থাকতে নিয়মিত অভ্যাস করুন অধিকহারে অরগ্যানিক ফলমুল ও শাকসবজি গ্রহনে ।

No comments: