Wednesday, September 7, 2016

pesticide contamination food isn't good for a mom and a kid কীটনাশক দূষিত খাদ্য মা ও শিশুর জন্য নিরাপদ নয়।

কীটনাশক দ্বারা দূষিত খাদ্যসমুহ যেমন:ফলমুল,শাকসবজি,গম,চাউল,জলপাই ও প্রেসড ক্যানোলা তেল এগুলি ব্যতিত দানাদার নই এমন খাদ্যসমুহ যেমন : তুলা,ফুল ও ঘাস জাতীয় কীটনাশক মিশ্রিত খাদ্য সমুহ খাওয়ার ফলে বমি বমি ভাব,পেটের ব্যাথা,উদারাময় বা ডাইরিয়া,মাথাঘোরা,উদ্বেগ ও চিন্তার দন্দ্বের মত বিষয়গুলি প্রকোপ হয় এছাড়াও শ্বাস যন্ত্রের সমস্যা,মাথার সমস্যা, ত্বকের সমস্যা,বিষন্নতা,গর্ভস্রাব,জন্মত্রুটি,ক্যানসার,
পারকিনসন ।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এর গবেষনা সমীক্ষায় বলা হয়েছে যে ৮-১৫ বছরের বয়সসীমার মধ্যে
এডিডি/এডিএইচডি এর প্রাধান্য ও মুত্রে ওরগানোফসফেট প্রেসটিসাইড মেটাবোলেটিস বৃদ্ধি হচ্ছে।
কীটনাশক যুক্ত খাবার গ্রহনের ফলে সবচেয়ে বেশী ঝুঁকি বহন করে এমন বিষয় সমুহ :ভ্রুন নষ্ট হওয়া,শিশুদের,যে সমস্ত শিশু বড় হচ্ছে,গর্ভবতী মা,বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন এমন মা,মহিলা এমন অবিবাহিত মেয়েরাও এই কীটনাশক যুক্ত খাবার গ্রহনের ফলে স্বাস্হ্যগতভাবে সবচেয়ে প্রতিকুলতার মধ্যে অবস্হান করছেন।
চলবে:

No comments: